Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

রাজ বাড়ীঃ

        মঘিয়া ইউনিয়নের পরিষদ ভবনের অদূরে অবস্থিত মঘিয়া রাজ বাড়ী,এখানে আগে রাজারা বসবাস এবং শাষন করতেন।প্রজাদের সার্বিক মঙ্গল কামনাই ছিল তাদের একমাত্র লক্ষ। এখানে এখন শুধু মাত্র পুরানো বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। তবে বাড়ীটি দেখতে অনেক দূরের লোকজন এখানে আসেন।

 

রাজ মন্দিরঃ

        মঘিয়া ০১ নং ওয়ার্ডের ভিতরেই রয়েছে রাজ মন্দির। এই রাজ মন্দিরে আগে রাজারা দেবদেবীর পূজা অর্চনা করতেন। এখানে কালী,শ্যামা,ও নব রাশ পূজা দেয়া হত। এখনো এখানে গ্রামের লোকজন বিভিন্ন দেব-দেদবীর পূজা অর্চনা করেন। পূজার সময়ে কয়েকটি জেলার লোকজন এখানে পুজা দিতে আসেন।

 

পূর্নস্থানঃ

 মঘিয়া ইউনিয়নের তালেশ্বর বাজারের পূর্ব পাশে কাঠালিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাংঙ্গনে মাঠের মধ্যে পূন্যস্নান (বারুনীর স্নান) উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়। এখানে পূন্যর্থীরা এসে গঙ্গাস্নান করে পাপমুক্ত হয়ে যায়। প্রতি বছর প্রায় ৫০,০০০ (পাঁঞ্চাশ হাজার) লোকের সমাগম হয় এখানে।